সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিভিন্ন মহলের শোক প্রকাশ

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেলের পিতার ইন্তেকাল



ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ সেকেলের পিতা মোঃ আরিজ উল্যা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। ১৪জুলাই (শনিবার) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টার দিকে আমেরিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং শনিবার রাতেই আমেরিকায় তাঁহার দাফন সম্পন্ন হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন ষ্ট্রোক জনিত কারণে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে ২ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন তিনি রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল লেইছ, বালাগঞ্জ প্রতিদিন ও ক্রিকেট সংবাদ ডট কমের সম্পাদক মুহাম্মাদ শরীফুজ্জামান, জাগো নিউজ টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক শিপন খান, সুরমা নিউজ টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক জুবায়ের আহমদ, প্রকাশক সাহেল আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএফ আলী ফয়েজ, সহ সভাপতি উজ্জ্বল ধর, সহ সাধারণ সম্পাদক শিপন আহমদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন আনা, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদীন, সিতু সূত্রধর প্রমূখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!