বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ভূমিকম্প: তুরস্কে আর্থিক ক্ষতি ৮৪১০ কোটি ডলার



এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে আর্থিক ক্ষতি হয়েছে কমপক্ষে ৮৪১০ কোটি ডলার। দেশটির ব্যবসায়ী সম্প্রদায়ের সংগঠন তার্কিশ এন্টারপ্রাইজ অ্যান্ড বিজনেস কনফেডারেশন বলেছে, এই ক্ষতির মধ্যে কয়েক হাজার বাড়িঘর মেরামতের সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৭০৮০ কোটি ডলার। জাতীয় আয়ের ক্ষতি হয়েছে ১০৪০ কোটি ডলার। কর্মদিবস থেকে ক্ষতি হয়েছে ২৯০ কোটি ডলার।

সংগঠনটি বলেছে, মূল খরচ হবে বাড়িঘর, সঞ্চালন লাইন ও অবকাঠামো পুনর্নির্মাণে। গৃহহীন হাজার হাজার মানুষের জন্য স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান বলেছেন, এক বছরের মধ্যে বাড়িঘর পুনর্নির্মাণ সম্পন্ন করবে রাষ্ট্র। দেশকে আবার সোজা হয়ে দাঁড়াতে কর্মসূচি নিতে প্রস্তুত সরকার।

সূত্র: অনলাইন আল জাজিরা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!