মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বালাগঞ্জের মোরারবাজারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক রুনু। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এমএ মালেক।

দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মইনুল ইসলাম সালেহ’র পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি সদস্য ইলিয়াস মিয়া, যুক্তরাজ্যের ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক তারা মিয়া মেম্বার, ইউপি সদস্য এসএম শাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুহেল বারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েসুল আলম কয়েছ, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমুজ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহাদুল ইসলাম উজ্জল, সাবেক ছাত্রলীগ নেতা কাওসার আহমদ মিনু প্রমুখ। সমাবেশে বক্তারা ‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ’ জানিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!