বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। তবে ঘোষিত ১৫ সদস্যের দলে নেই তারকা লেগ স্পিনার রশিদ খান। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেননি আফগানিস্তান দলের সবচেয়ে বড় এই তারকা। তৃতীয় এবং শেষ ওয়ানডেতে খেললেও বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের দলে নেই তিনি।
দুই বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে যাচ্ছে আফগানিস্তান। এবার নেতৃত্ব দেবেন হাসমাতুল্লাহ শহিদি। ২০২১-এ সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন আসগর আফগান।
১৪ জুন থেকে মিরপুরে একমাত্র টেস্ট খেলতে ১০ তারিখ ঢাকায় আসবে আফগানরা। এরপর ওয়ানডে খেলবে ৫, ৮ ও ১১ জুলাই। ১৪ ও ১৬ জুলাই খেলবে দুই টি-টোয়েন্টি।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: হাসমাতুল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।