সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা



চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বালাগঞ্জের নেতৃবৃন্দ আজ রোববার (১৮ আগস্ট) সকাল ১১টা নাগাদ বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা দিয়েছেন। সামাজিক যোগাযোগ ফেসবুকে এ রকম একটি ভিডিও চিত্র দেখা গেছে, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়ে ফিরে যাচ্ছেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া ‘ছাত্র-জনতার ন্যায্য আন্দোলন দমনে নানা অপতৎপরতা চালিয়েছেন’। তার এসব অপতৎপরতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর পরিপ্রেক্ষিতে বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা কামনা করেন এবং সকলের সম্মিলিত অংশগ্রহণে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।

অবশ্য এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে আলাপকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া বলেন, ‘আমি সকালে কার্যালয়ে যাবার উদ্দেশ্যে পথিমধ্যে থাকা অবস্থায় তারা তালা দিয়েছেন। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

উল্লেখ্য, গত ২৯ মে ২০২৪ বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আনহার মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!