শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জে উপনির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসীর মতবিনিময়



ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উপ নির্বাচনের পদপ্রার্থী ফেরদৌসী ইকবালকে প্রজাপতি মার্কার সমর্থনে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রােববার (২৮ মার্চ) রাতে উপজেলার নিজ ছত্তিশ গ্রামের ফেরদৌসী বেগম ইকবালের বাড়ীতে উপজেলার প্রায় পাঁচশো (৫০০) মানুষ নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এলাকার মুরব্বি মোস্তফা জালাল খোকা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মুরব্বি আবুল কালাম আজাদ, মোস্তফা মিয়া, শাহিন আহমদ,। সৈয়দ ওয়ালিদ হুসেন বিলাস, হাকিম উদ্দিন কয়সর, ফখরুল ইসলাম পাপলু, আব্দুল কাদির জিলা, সাইফুল ইসলাম ছুটন,  তারেক আহমদ খান, আদিল হুসেন সাকিব, জাহাংহির হুসেন, তপু আহমেদ খান, শামিম আহমেদ, কামাল আহমদ খান, আতিকুর রাহমান সুজন, সালিক মিয়া, তুফায়েল আহমেদ লেবু, মন্তাজ আলী, সিজু আহমেদ, আহাদ মিয়া, ফারুক মিয়া, সাফিন মাহমুদ, হাবিবুর রহমান সাহেদ, সাইফুল ইসলাম পাপ্পু, মারুফ বিন মুসাদ ইবনে আজাদ, এমদাদুর রাহমান, সায়েদ খান সাদি, আজিম খান, আলি হুসেন রাজু, তিতন মিয়া, মিন্টু মিয়া, রবিউল ইসলাম শিপলু, সামাদ হুসেন রুমেল, সজিবুর রাহমান, আহাদ আহমেদ- প্রমুখ।

মতবিনিময়ে উপস্থিত সবার উদ্দেশ্যে পদপ্রার্থী ফেরদৌসী বেগম ইকবাল বলেন-  বিগত দুটি নির্বাচনে আমি পরাজিত হয়েছি, এ নির্বাচনে আমাকে আপনারা একটি বারের জন্য আপনাদের মহামূল্যবান ভােট দিয়ে জনসেবা করার সুযােগ দিন, আমি জনসেবা করার উদ্দেশ্যেই জনপ্রতিনিধি হতে চাই…।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!