বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ান আব্দুর রহিম হাইস্কুলের ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান



বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ব্যাচের সদস্য সেবুল আহমদের যুক্তরাজ্য গমন, যুক্তরাজ্য প্রবাসী রুহেল মিয়া এবং ফ্রান্স প্রবাসী ফয়জুর রহমানের স্বদেশ আগমন উপলক্ষে সহপাঠীদের পক্ষ থেকে গত বুধবার (০৬ মার্চ) সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেওয়ান বাজার ইউনিয়নের মাদরাসাবাজারস্থ মারিয়া এণ্ড মরিয়ম কমিউনিটি সেণ্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের সদস্য ও ১৯৯৮ ব্যাচের সদস্য লোকন মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এবি ব্যাংক ইনভেস্টম্যাণ্ট লিমিটেডের ব্যবস্থাপক আব্দুস সালাম ফয়েজ। সভাপতিত্ব করেন ব্যাচের সদস্য, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য আমির উদ্দিন রতন।

ব্যাচের সদস্য মো. ফতহুল হাসনাত চৌধুরী শিমুল এবং সালেহ আহমদের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিক হাজী এমএ মালেক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী সুহেল বারী, তারা মিয়া, হাজী গুলশের আলী, মুক্তার মিয়া, ছুরাব আলী, আহমদ আলী, রুহেল আহমদ, সাবেক ইউপি সদস্য নেছাওর আহমদ, ১৯৯৮ ব্যাচের সদস্য ময়নুল হক, এস আলম, সন্তোষ রঞ্জন দাস, খন্দকার আব্দুল মুমিন, গিয়াস উদ্দিন, বিষ্ণু চন্দ, শামীম আহমদ, শওকত শামীম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের শিক্ষক হাসান আহমদ এবং রুহুল আমিন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইকবাল আহমদ টিপু। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি ১৯৯৮ ব্যাচের সদস্য সেবুল আহমদ, রুহেল মিয়া এবং ফয়জুর রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ১৯৯৮ ব্যাচের সদস্য বক্তারা তাদের অতীতের স্মৃতিচারণ করে ভবিষ্যতেও তাদের বন্ধু এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!