শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লন্ডনে এমসি আইটিসি ইউকে কর্তৃক ডক্টর জফির সেতু সংবর্ধিত



লন্ডনে ডক্টর জফির সেতুকে সংবর্ধনা দিয়েছে এমসি আইটিসি ইউকে।  সিলেট এমসি কলেজের সাবেক ও শাহ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয়ের  বাংলা বিভাগের অধ্যাপক, সুলেখক ডক্টর জফির উদ্দিন সেতুর সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য আগমন উপলক্ষে এমসি আইটিসি ইউকের উদ্যোগে তাঁর সম্মানে এক প্রীতিসভা ও ক্লাবের ইদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সোমবার ( ২৫ জুন ২০১৮ ) পূর্ব লন্ডনের স্টেপনিগ্নিনে বিন এন্ড লিফ কাফেতে এমসি ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ক্লাব ইউকের প্রেসিডেন্ট তাজুল ইসলামের সভাপতিত্বে এবং  আজমল  ইমরান  ও  ইমরান মাহমুদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এ প্রীতি সভায় বক্তব্য রাখেন – ডক্টর রোয়াব উদ্দিন ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ ও এমসি আইটিসির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ শাহেদ রাহমান,  জগন্নাথপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক ও এমসি আইটিসির প্রতিষ্ঠাতা সদস্য মো. সাজিদুর রহমান,   সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের প্রাণি বিদ্যা বিভাগের ( কলেজ শাখার ) প্রভাষক সাহেদা শিমুল।

প্রধান অতিথির বক্তব্যে – ডক্টর রোয়াব উদ্দিন – এমসি আইটিসি ইউকের প্রসংশা করে বলেন, বাংলাদেশের একজন গবেষক, শক্তিমান কবি, মাতৃভাষার শিক্ষক ডক্টর জফির উদ্দিন সেতুকে এই  বিলেতের মাটিতে তথা যুক্তরাজ্যের লন্ডনে সম্মান জানানো হচ্ছে— এ ক্লাবের মাধমে; যে ক্লাবের শিকড় সিলেটের এমসি কলেজ ।  আমি আনন্দিত, আমি ঋণী আমাকে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য । এখানে এসে আমার মনে হচ্ছে— আমি এখন বাংলাদেশের এমসি কলেজের ক্যাম্পাসে আছি। এমসি কলেজের স্মৃতির সেতার এখনো আমাদের অন্তরে নাড়া দেয় ।
সংবর্ধিত অতিথি সম্পর্কে তিনি আরো বলেন- ড. জফির সেতু হলেন_ জ্ঞানের স্ফুরণ, বিকিরণ । তিনি যে জ্ঞান শিক্ষা দিচ্ছেন- তা সমাজকে আলোকিত করছেন । আমি তাঁকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই, স্যালুউট জানাই একজন মানুষ গড়ার কারিগরকে।

সংবর্ধনার জবাবে আবেগে আপ্লুত হয়ে সংবর্ধিত অতিথি ডক্টর জফির সেতু বলেন – লন্ডনে এমসি আইটিসি ইউকের আজকের এ প্রীতিসভা ও ক্লাবের ইদ পুনর্মিলনীতে  উপস্থিত হয়ে’  সম্মানিত হয়ে আমি বিলেতে একখন্ড বাংলাদেশকে দেখতে পাচ্ছি। একঝাঁক মেধাবী মুখকে দেখতে পাচ্ছি , তাদের কথা ও স্মৃতি আজীবন আমার অন্তরে গাঁথা থাকবে।
তিনি বলেন- প্রবাসে আজকের এই মেধাবী তরুণ বিলেতে তাদের মেধা যৌবন, তারুন্য বিলিয়ে দিচ্ছে সমাজ রাষ্ট্রের উন্নয়নে ।  তাদের এ মেধা যদি দেশের কাজে লাগানো যেতু বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারতো , দেশের ও এ সরকারের ভিশন বাস্তবায়নে সহায়ক হতো ।  আমরা তাদেরকে দেশে রাখতে পারিনি এটিও আমার আমাদের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা। এই  বিলেতে যারা আছেন, শ্রম দিচ্ছেন তাদের অন্তরে আমি এক একটি বাংলাদেশ দেখতে পাচ্ছি।

ড. জফির সেতু এমসি কলেজের স্মৃতিচারণ করে আরো বলেন- এমসি কলেজ আমাদের স্বপ্নের জায়গা, ভালোবাসার জায়গা । তিনি এমসি কলেজের প্রতিষ্ঠার ইতিকথা  ও (পূর্বে প্রস্তাবিত)  সিলেট বিশ্ববিদ্যালয় গঠন নিয়ে নানা নাটকের ইতিকথা এ সভায় তুলে ধরেন ।

উক্ত প্রীতিসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন – এমসি আইটিসি ইউকের সেক্রেটারি আজমল হোসেন ইমরান ।   অনানের মধ্যে বক্তব্য রাখেন –  সিলেট  এমসি কলেজ রোটারেক্ট ক্লাবের সাবেক সেক্রেটারি আব্দুস সোবহান, জাহাঙ্গীর হোসেন;  ট্যুরিস্ট  ক্লাব অব এমসি কলেজ সিলেট এর  লাইফ মেম্বার  কবির আহমদ , এমসি আইটিসি ইউকের সদস্য মাহমুদ রেজা, বাবুল আহমদ, আব্দুল মালেক।

আরো বক্তব্য রাখেন-  আব্দুল হামিদ খান সুমেদ , মো. আব্দুল জলিল,  আব্দুর রহমান চৌধুরী, মুরাদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!