সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব তথা নৌকা মার্কার সমর্থনে রবিবার (২৭ জুন) পূর্ব লণ্ডনের একটি রেস্টুরেন্টে সদ্য গঠিত যুক্তরাজ্য ক্যাম্পেইন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ‘সিলেট-৩ উপনির্বাচন হাবিবুর রহমান হাবিব ক্যাম্পেইন কমিটি ইউকে’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক সাবেক ছাত্রনেতা মকসুদ রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নির্দেশনামূলক বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামানচৌধুরী। উপস্থিত থেকে বক্তব্য আরো রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে – জাহাঙ্গীর খান, নাসির উদ্দিন, হেলাল খান এবং শাহজাহান সিকদার।
এসময় উপস্থিত ছিলেন – সাবেক ছাত্রনেতা খসরুজ্জামান খসরু, মুজাম্মিল হক সুনাম, ফারুক মিয়া, আজাদুর রহমান আজাদ প্রমুখ।
সভায় যুক্তরাজ্যে নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য সিলেট-৩ আসনের অন্তর্গত তিনটি উপজেলার যুক্তরাজ্যে বসবাসরত নাগরিকবৃন্দের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ:
উপদেষ্ঠা মন্ডলী: এডভোকেট এম এ করিম (বালাগঞ্জ), প্রফেসর ফজলুর রহমান (ফেঞ্চুগঞ্জ), আজিজ চৌধুরী (দ. সুরমা), কাউন্সিলার খালিছ উদ্দিন (দ. সুরমা), ব্যরিস্টার নজরুল খসরু (ফেঞ্চুগঞ্জ), মশিউর রহমান মসনু (বালাগঞ্জ), কয়েস চৌধুরী (ফেঞ্চুগঞ্জ), মুজিবুর রহমান (ফেঞ্চুগঞ্জ), আহমদ ফখর কামাল (বালাগঞ্জ), দলা খন্দকার (দ. সুরমা),মো: ফজলু মিয়া (বালাগঞ্জ), মোহাম্মদ সাদ মিয়া (বালাগঞ্জ), আব্দুর রকিব (দ. সুরমা), মুজিবুর রহমান (ফেঞ্চুগঞ্জ), নিজামুল হক নাজমুল (বালাগঞ্জ), ছালিক চৌধুরী (দ. সুরমা), আজমল আলী খান (বালাগঞ্জ), শাহ ফজলুর রব সোহেল (ফেঞ্চুগঞ্জ), মখসুদুল ইসলাম জেবুল (ফেঞ্চুগঞ্জ), শেখ নূরুল ইসলাম জিতু (বালাগঞ্জ), কামাল আহমদ (দ. সুরমা), মোতাহের আলী সুহেল (বালাগঞ্জ), এমদাদুর রহমান এমদাদ (দ. সুরমা), দেওয়ান আলী আসগর (ফেঞ্চুগঞ্জ) দবিরুল ইসলাম (দ. সুরমা), হাফিজুর রহমান সেলিম (ফেঞ্চুগঞ্জ), সৈয়দ আনসার আলী (দ. সুরমা)।
আহ্বায়ক: মকসুদ রহমান। যুগ্ম আহ্বায়কবৃন্দ: মো: জাহাঙ্গীর খান, মিসবাউর রহমান মিসবা, হেলাল খান, নাসির উদ্দিন, মো: তেরা মিয়া, শাহজাহান শিকদার, মোজাম্মিল হক সুনাম, এম এ কুদ্দুস, হাফিজুর রহমান সুমন, আজাদুর রহমান আজাদ, রোমান আহমদ।
সদস্য সচিব: মিজানুর রহমান মীরু। যুগ্ম সদস্য সচিব: আমিনা আক্তার আলী।
সদস্যবৃন্দ: সিরাজুল ইসলাম তছলু, ফয়সল আহমেদ আলী, রুম্মান আহমেদ, আব্দুর রশিদ বাবুল, ওবায়েদুর রহমান জুহেদ, শাহ এমরান, এ টি এম কবির, মোস্তফা আহমদ লাকী, আতাউর রহমান আতা, মুহাম্মাদ শরীফুজ্জামান, আব্দুল আলীম ফয়সল, শেখ জাফর আহমদ, খিজির আহমদ, স্বপন আহমেদ, মতিউর রহমান, আশরাফ উদ্দিন তালাশ, শাহান চৌধুরী, সুয়েব আহমদ, শাহাব উদ্দিন রুহেল, সানুর মিয়া, মাহবুবুর রহমান, জাবেদ আহমদ জয়, শাহাব উদ্দিন সাবুল, শামীম আহমদ, এম এ আলী, মুহিবুর রহমান হেলাল, এমদাদুর রহমান সুয়েজ, এম এ আজিজ, ডালিম আহমদ, ফখরুল ইসলাম, ইলিয়াস আলী।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ২৮ জুলাই তারিখের উপনির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।