ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার সকালে কলম্বো হয়ে ফিরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরেন তিনি। তবে পিটার হাস কলম্বো থেকেই ফিরলেন নাকি ট্রানজিটে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মার্কিন তাগিদ ও ভিসা নীতি জারি রয়েছে। এমন পরিস্থিতিতে ১৬ নভেম্বর পূর্বনির্ধারিত ছুটিতে যান পিটার হাস। হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন পিটার হাস ছুটিতে থাকাকালীন সময়।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, পিটার হাসের ছুটিতে যাওয়ার বিষয়ে সরকার অবগত ছিল। তিনি ১৫ নভেম্বর ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে জানিয়েছিলেন। সে জন্যই ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। কারণ, এরপর ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পররাষ্ট্রসচিবের সৌদি আরব, জর্ডান ও সুইজারল্যান্ডে সফর ছিল।