বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা: সিলেটে ৬টি আসনে উৎফুল্ল তৃণমূল নেতাকর্মীরা



আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে প্রার্থী তালিকায় পছন্দের প্রার্থী পেয়ে উৎফুল্ল আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা। রোববার (২৬ নভেম্বর) বিকেলে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

ঐদিন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেটের ৬টি আসনসহ ২৯৮ আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপরই আনন্দ উচ্ছাস মেতে উঠে নেতা-কর্মীরা।

বিশেষ করে এবার সিলেট – ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে মনোনয়ন প্রদান করায় নেতা-কর্মীরা বেশ উৎফুল্ল। বিভিন্নস্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণেরও খবর পাওয়া গেছে।

জানাগেছে, এর আগে শফিকুর রহমান চৌধুরী ২০০৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এম. ইলিয়াস আলীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরে অনুষ্ঠিত ২০১৪ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত দশম ও একাদশ সংসদ নির্বাচনে এই আসনটি মহাজোটভুক্ত জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়। প্রথমবার আওয়ামী লীগের সক্রিয় ভূমিকা থাকায় লাঙ্গল জয় লাভ করলেও পরেরবার বিভিন্ন কারণে লাঙ্গলের ভরাডুবি হয়। তখন তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দেয়। তাছাড়া কাঙ্খিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এবার নৌকা পেয়ে উজ্জীবিত নেতাকর্মীরা।

এবারে সিলেটের ৬টি আসনের প্রার্থীরা হলেন:  সিলেট – ১ ড. এ কে আব্দুল মোমেন, সিলেট – ২ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট – ৩ হাবিবুর রহমান হাবিব, সিলেট – ৪ ইমরান আহমদ, সিলেট – ৫ মাসুক উদ্দিন আহমদ এবং সিলেট – ৬ নুরুল ইসলাম নাহিদ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!