সিলেটের বালাগঞ্জ উপজেলার ধুপড়িয়া হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, দেওয়ান বাজার ইউনিয়নের কুবেরাইল গ্রামের আনছার আলী ও তাঁর কিশোর পুত্র রহিম আলী মঙ্গলবার নৌকা যোগে কলুম পুর এলাকা হতে মাটি আনতে যায়।
মাটি বুঝাই নৌকা নিয়ে ফেরার পথে ধুপড়িয়া হাওরে বেলা ২ টার দিকে নৌকা ডুবির এ ঘটনা ঘটলে রহিম আলী (৯) নিখোঁজ হয়।
তখন স্থানীয়রা খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাননি। বুধবার ভোর ৭ টার সময় ঘটনাস্থল থেকে প্রায় দুইশত গজ দূরে পানিতে ভাসমান অবস্থায় নিখোঁজ কিশোরের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ কিশোরের লাশ উদ্ধার করে।
বুধবার সন্ধ্যায় বালাগঞ্জ থানার অফিসার ইনচার্য গাজী আতাউর রহমান জানান, ময়না তদন্ত ছাড়া কিশোরের লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।