সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের বাংলাবাজারে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত



বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাংলাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ ৩০হাজার টাকাসহ প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সিরাজ আলী অভিযোগ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দুষ্কৃতকারীরা জড়িত থাকতে পারে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলাপকালে তিনি জানিয়েছেন, বৈদ্যুতিক কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় সাধারণ ডাইরি করার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাবাজারের আব্দুল ওয়াহাব শপিং সেণ্টারে খুচরা ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান সুমাইয়া স্টোরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় দোকান বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং দোকানের মালিক স্থানীয় হরিশ্যাম গ্রামের ব্যবসায়ী মো. সিরাজ আলী বাড়িতে ছিলেন। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অগ্নিকাণ্ডের ঘটনা তাকে মোবাইলে অবহিত করেন। এরপর প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।

এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানে থাকা নগদ ৩০হাজার টাকাসহ প্রায় ৭/৮ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়ে গেছে বলে ব্যবসায়ী মো. সিরাজ আলী জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, কোন দুষ্কৃতকারীরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিন পরিদর্শনে গেলে ঘটনাস্থলে থাকা বাজারের ব্যবসায়ী এবং এলাকাবাসী এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। ঘটনাস্থলে মো. সিরাজ আলীর মা খাতিবুন নেছা, বোন দিলারা বেগম, মিনারা বেগমসহ স্বজনরা উপস্থিত ছিলেন। এসময় খাতিবুন নেছা বারবার কান্নায় ভেঙ্গে পড়েন।

সংবাদ পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলামসহ একদল পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে, তদন্তের মাধ্যমে সঠিক কারণ বের করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সিরাজ আলী জানিয়েছেন, থানায় সাধারণ ডাইরির প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!