পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কতৃক অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে সি আর পির অঙ্গ সংগঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের ফেঞ্চুগঞ্জ কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু সাইদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সি আর পির সিলেট শাখার সেন্ট্রাল ম্যানেজার চৌধুরী মো. কামরুল হাসান, সি আর পির বিভাগীয় প্রকল্প কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ও সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. সাহিদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হনুফা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. চেরাগ আলী, প্রচার সম্পাদক সোলেমান মিয়া, কোষাধ্যক্ষ পারুল বেগম প্রমুখ।
উল্লেখ্যঃ মোট ৬০ জন অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।