মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ল এন্ড জাস্টিস বিভাগের সমন্বয়ে গঠিত দল হরাইজন বিডি নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ ২০২৩ এর গ্লোবাল ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে। নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ পৃথিবীর অন্যতম বৃহৎ ও জনপ্রিয় হ্যাকাথন,যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা এর তত্ত্বাবধায়নে আয়োজিত হয়। হ্যাকাথনে নাসা ছাড়াও ইউরোপীয় স্পেস-এজেন্সি , কানাডিয়ান স্পেস এজেন্সির মতো আরও ১৩ টি স্পেস এজেন্সি পার্টনার হিসেবে কাজ করে। শুধুমাত্র স্পেস এজেন্সি গুলোই নয় বরং গুগল এবং মাইক্রোসফট এর মত কর্পোরেট সংস্থাগুলো আয়োজনটিতে পৃষ্ঠপোষকতা করে।
এ বছর বিশ্বের ১৫২টি শহরে অনুষ্ঠিত হ্যাকাথনে ৬০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে এবং ৫৬০০টি প্রজেক্ট জমা পড়ে, তার মধ্যে ৫৮০টি গ্লোবাল নমিনেশন পায় এবং ৪০টি প্রজেক্ট গ্লোবাল ফাইনাল লিস্টের মর্যাদা পায়। যার মধ্যে হরাইজন বিডির প্রজেক্টটির রয়েছে। হরাইজান বিডি ছাড়াও বাংলাদেশ থেকে আরও তিনটি প্রজেক্ট গ্লোবাল ফাইনালিস্ট এর মর্যাদা পেয়েছে। এ বছরের শেষ নাগাদ চল্লিশটি প্রজেক্ট এর মধ্য থেকে গ্লোবাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
হরাইজন বিডি টিমের টিম লিডার ছিলেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী জি. এম. সিফাত ইকবাল। কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদ সফটওয়্যার ডেভেলপমেন্ট এর দায়িত্বে ছিলেন, একই বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ এ আই ইঞ্জিনিয়ার এবং ব্যাক এন্ড ডেভলপার, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং হার্ডওয়্যার প্রোগামার এবং তাওহীদ হোসেন চৌধুরী ইউজার ইন্টারফেস এর ডিজাইনারের দায়িত্ব পালন করেছেন। টিমের একমাত্র নারী সদস্য ল অ্যান্ড জাস্টিস বিভাগের শাওন সেঁজুতি শৈলী ইমপ্যাক্ট এনালাইজার এর কাজ করেছেন। (বিজ্ঞপ্তি)