মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটি কর্তৃক আয়োজিত সিএসই ফেস্ট ২০২৩ এর বর্ণিল আয়োজন প্রতিবারের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজুল হাসান ফিতা কেটে এবারের আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান নওশাদ আহমেদ চৌধুরী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজশ্রী রায় চৌধুরী, সহকারী অধ্যাপক সাফওয়ান আহমেদ ও প্রভাষক আবু জাফর মোহাম্মদ জাকারিয়াসহ সিএসই সোসাইটির সদস্যরা। দুই দিনব্যাপী এই বর্ণিল আয়োজন আগামীকাল বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো বর্ণিল করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।