শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গহরপুর জামিয়ায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও বার্ষিক আননূর অনুষ্ঠান সম্পন্ন



বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জামিয়া গহরপুর সিলেটের আননূর ছাত্র কাফেলার উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও দু’দিন ব্যাপী ১৬তম বার্ষিক আননূর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।গত ১৯ ও ২০ জানুয়ারি জামিয়া ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার মধ্যে ছিল- জাতীয় হিফজুল কুরআন (অনুর্ধ্ব-১৭), হিফজুল হাদীস, আরবি বক্তৃতা, বাংলা বক্তৃতা, বিতর্ক, ক্বিরাত, আযান, আরবি হস্তলিপি, বাংলা হস্তলিপি, নাশিদ আবৃত্তি, আরবি প্রবন্ধ, বাংলা প্রবন্ধ ইত্যাদি।সবশেষে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম পুরষ্কার ছিল ২৫ হাজার টাকা। দ্বিতীয় পুরষ্কার ১৫ হাজার টাকা। এবং তৃতীয় পূরষ্কার ১০ হাজার টাকা। অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদেরকেও আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু (সাহেবজাদায়ে গহরপুরী)। অনুষ্ঠান স্পন্সর করেন সৌদিআরব প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!