শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আওয়ামী লীগের সব গুম, খুন সন্ত্রাসের বিচার হবে: এম এ মালিক



যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, আওয়ামী লীগের আমলে সিলেটের জনপ্রিয় নেতা এম. ইলিয়াস আলীসহ সারা দেশে বিএনপির ৬শ নেতা গুম হয়েছেন। বালাগঞ্জের শহীদ সায়েম আহমদ সুহেলসহ সারা দেশে শত শত নেতাকর্মী খুন হয়েছেন। আওয়ামী লীগের আমলের সব গুম, খুন, সন্ত্রাসের বিচার হবে। তিনি বলেন, শেখ হাসিনা সব
লুঠ করেছে, কোটি কোটি ডলার পাচার করেছে।
তিনি আজ রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে
উপরোক্ত কথাগুলো বলেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের দিন বালাগঞ্জের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুলিতে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল’র কবর জিয়ারত
এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ উপলক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড়স্থ সায়েম আহমদ সুহেল’র গ্রামের বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন
পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান।

বক্তৃতাকালে এম এ মালিক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আইন নিজের হাতে তুলে নিবেন না। অতীতে যারা হত্যা, নির্যাতনের শিকার হয়েছেন আমাদের নেতা তারেক রহমান সবার খোঁজ-খবর রাখছেন। আইনের মাধ্যমে
আওয়ামী লীগের সব অপকর্মের বিচার করা হবে।

বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা
বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক খলিলুর রহমান খোকন, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদুল হক সোহেল, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এটিএম হেলাল, সিলেট মহানগর
বিএনপির নেতা হুমায়ুন আহমদ মাসুক, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, জেলা ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু।

এ সময় বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রশীদ, উপজেলা
বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফুজায়েল খান সাজু, নোমান আহমদ লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিকাল থেকে অনুষ্ঠিত মতবিনিময়ের প্রথম পর্বে বালাগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এদিকে শহীদ সায়েম আহমদ সুহেল’র কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাতের আগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে প্রখ্যাত বুযুর্গ
আল্লামা নূর উদ্দিন গহরপুরী (রহ.) কবর জিয়ারত করেন এবং স্থানীয় মোরারবাজারে পথসভায় বক্তৃতা করেন। এসময় দলীয় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!