বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন : সভাপতি আনোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ রেনু



দীর্ঘ ১৬ বছর পর বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন গত শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় এম এ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন। সম্মেলনের উদ্বোধক ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাফিজ রেনু।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির চেয়ারম মাহমুদ হোসেন মাছুম, গীতা পাঠ করেন পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।

উক্ত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ লোকন মিয়া, যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মতিউর রহমান শাহীন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালিক রুনু, আজিজুর রহমান লকুছ, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আহমদ, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনে কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক।

সম্মেলনে সভাপতি পদে – আনোয়ার উদ্দিন আহমদ, মাহমুদ হোসেন মাছুম, মোজাহিদ আলী, লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক পদে – আব্দুল হাফিজ রেনু, ইয়াওর আলী, আব্দুল মন্নান,প্রদীপ দাস, দুলু মিয়ার নাম প্রতিদ্বন্দ্বিতায় আসে। পরে সমঝোতার ভিত্তিতে সভাপতি পদে মোঃ আনোয়ার উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হাফিজ রেনুর নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!