বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এমএ হকের ১ম মৃত্যুবার্ষিকী আজ



এম এ হক

বর্ষীয়ান রাজনীতিবিদ, বালাগঞ্জের অন্যতম কৃতিসন্তান এমএ হকের ১ম মৃত্যু বার্ষিকী আজ। এমএ হক এর পুরো নাম মুহাম্মদ আব্দুল হক। তিনি ১৯৫৪ সালের ১লা জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওনাবাজার ইউনিয়নের কলুমা গ্রামে। তিনি সিলেটের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ঐক্যবদ্ধ সামাজিকতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রাজনীতি জীবনে বিএনপির সাথে জড়িত ছিলেন। এম এ হক বিভিন্ন সময় সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ছিলেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। এছাড়াও একাধারে তিনি একজন সৎ ব্যবসায়ী, আদর্শবান ও ত্যাগী রাজনীতিবিদ এবং ধার্মিক মানুষ হিসেবে সিলেটবাসীর কাছে সু-পরিচিত ছিলেন।

গত গতবছর ৩ জুলাই জুম’আ বার সকাল ১০টার দিকে তিনি স্ত্রী, একমাত্র পুত্র ব্যারিষ্টার রিয়াশাদ আজীম হক আদনান ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীদের শোকের সাগরে ভাসিয়ে নগরীর নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!