জানাগেছে, রোববার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে বালাগঞ্জ থানার এসআই জাকির হোসেন ও এসআই জহর লাল রায়সহ একদল পুলিশ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মাদ্রাসাবাজার থেকে চুরিকৃত ছাগল এবং অভিযুক্ত তিনজন চোরকে আটক করে। আটককৃতরা হলেন – ফারুক খা (২৪), শরীফুল ইসলাম (১৯) ও কামরান মিয়া (২১)। তারা ৩ জনই দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলামের টিলাপাড়া গ্রামের বাসিন্দা।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ বদরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চোরদের কাছ থেকে সাদা কালো রংয়ের ছাগল ও একটি রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন সিএনজি উদ্ধার করা হয় এবং মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।