শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ইংরেজিতে ২০ ও আরবী ২য় পত্রে অনুপস্থিত ৭ পরীক্ষার্থী



ফাইল ছবি

বালাগঞ্জে জেএসসিতে ইংরেজি ও জেডিসিতে আরবী ২য় পত্রের পরীক্ষা শুক্রবার (৯ নভেম্বর) অত্যন্ত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জেএসসিতে দুটি কেন্দ্রে উপজেলার ১৬টি বিদ্যালয়ের সর্বমোট ১৬৮১ জন পরীক্ষার্থী পরিক্ষা দিচ্ছে। কেন্দ্র দুটি হচ্ছে- দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বালাগঞ্জ সরকারী ডিএন উচ্চ বিদ্যালয়। দুটি কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরিক্ষায় মোট অনুপস্থিত ছিল ২০ জন পরীক্ষার্থী। তথ্যটি নিশ্চিত করেছেন দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব মো: খলিলুর রহমান ও বালাগঞ্জ সরকারী ডিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো: সাইফুল ইসলাম।

জেডিসিতে ১টি কেন্দ্রে উপজেলার ৬টি মাদ্রাসার সর্বমোট ২৮২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রটি হচ্ছে – ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা। কেন্দ্রটিতে আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ৭জন পরীক্ষার্থী। তথ্যটি নিশ্চিত করেছেন ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দুল জব্বার চৌধুরী।

বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম বলেন, পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে অনুষ্ঠিত হয়েছে। ৩য় দিনের ন্যায় অন্যান্য পরিক্ষা গুলোও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল হক বলেন, নকলমুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে, পরিক্ষার আগে থেকেই আমরা উপজেলার সব কোচিং সেন্টার গুলো বন্ধ করে দিয়েছি। বাকি পরিক্ষা গুলোতেও নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!