জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেটের সিনিয়র মুহাদ্দিস হয়রত মাওলানা শামছুল ইসলাম (আমপাড়ি হুজুর) (৫২) আর নেই। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
৯ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় গহরপুর জামিয়া মাঠে জানাযা শেষে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আমপাড়া গ্রামস্থ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২কন্যা এবং ২ পুত্র রেখে গেছেন।
উক্ত জানাযার নামাজে ইমামতি করেন হযরত আল্লামা নুরুল ইসলাম ( বিশ্বনাথী হুজুর)। জানাজায় আলেম-উলামা, শোকার্ত ছাত্র-শিক্ষক ছাড়াও এলাকার সর্বস্থরের মানুষ শরিক হন। জানাজার আগে মরহুমের স্মৃতি চারণ করে বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগরসহ জামিয়ার শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে অনেকেই বক্তৃতা করেন। এবং মহান আল্লাহ্ পাকের দরবারে হুজুরের আত্মার মাগফিরাতের কামনা করেন।