ভোলায় মহানবী (সা.)-কে কটাক্ষ এবং প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে বালাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে ‘সর্বস্তরের তাওহীদী জনতা’র উদ্যোগে এ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তালতলা মাদ্রাসার মুহতামিম প্রখ্যাত আলেম হাফিজ আজিজুর রহমান। মাওলানা নজির আহমদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – মাওলানা আব্দুস শহীদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নজির আহমদ, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আতাউর রহমান, মাওলানা মশাহিদ শিকদার, মাওলানা আব্দুল গাফফার, হাফিজ ফাহাদ আহমদ, প্রাইম একাডেমির প্রিন্সিপাল মো. আব্দুর রহমান, মাস্টার মুহিবুল আলম, আব্দুল কুদ্দুস, আবুল মিয়া, মিজান চৌধুরী, জুনেদ আহমেদ খান, আবুল হোসেন, মসবুক আহমেদ, জাহেদ আহমদ, নজরুল ইসলাম, জুনেদ আহমেদ, রেখন মিয়া, শিহাব উদ্দিন, জাসিম আহমেদ, সমরু মিয়া, ক্বারী জুনাইদ আহমেদ, রাজেল আহমদ, হাফিজ মোজাক্কির আহমদ প্রমুখ।