সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শেরে বাংলা একে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ মোঃ আব্দুল জব্বার চৌধুরী



অধ্যক্ষ মোঃ আব্দুল জব্বার চৌধুরী

বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা তিলকচানপুর-আদিত্যপুর, এর অধ্যক্ষ মোঃ আব্দুল জব্বার চৌধুরী ‘শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অ্যাওয়ার্ড প্রদান করে কর্তৃপক্ষ তাঁকে এই সম্মাননা দিয়েছেন।

২৫ অক্টোবর (শুক্রবার) ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। মাওলানা আব্দুল জব্বার চৌধুরী জকিগঞ্জ উপজেলার বাদে দেওরাইলের অন্তর্গত এওলাসার গ্রামের বাসিন্দা।

এই ব্যাপারে মাওলানা আব্দুল জব্বার চৌধুরীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আমি আল্লাহর শোকরিয়া আদায় করছি। আমাকে এই সম্মানে ভূষিত করায় অ্যাওয়ার্ড প্রধান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মাদ্রাসা গভর্ণিংবডি, শিক্ষকবৃন্দ ও মাদ্রাসা এলাকা সবার প্রতি। সবার উৎসাহ ও ভালাবাসায়ই আমি এই সম্মানে ভূষিত হয়েছি। এই সম্মাননা আমার নয় আমার প্রতিষ্ঠানের।

অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। এছাড়াও অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির সদস্য অ্যাডভোকেট আবিদা আনজুম মিতা এম.পি।
বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মো. আর. কে রিপন, যুগ্ন মহাসচিব এম.এইচ আরমান চৌধুরীসহ অন্যান্যরা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!