শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে উজ্জীবন যুব সংঘের ভাগবতীয় আলোচনা ও অষ্টকালীন লীলা সংকীর্ত্তন মহোৎসব সম্পন্ন



বালাগঞ্জে ব্যপক সংখ্যক ভক্ত সমাগমের মধ্য দিয়ে উজ্জীবন যুব সংঘের ভাগবতীয় আলোচনা ও অষ্টকালীন লীলা সংকীর্ত্তন মহোৎসব সম্পন্ন হয়েছে।

বালাগঞ্জ মদন মোহন জীউ আশ্রমে উজ্জীবন যুব সংঘ কর্তৃক গত ১লা জানুয়ারি থেকে ৩রা জানুয়ারি (১৫ পৌষ-১৭ পৌষ) ভাগবতীয় আলোচনা ও অষ্টকালীন এ লীলা সংকীর্ত্তন মহোৎসব সম্পন্ন হয়।

১লা জানুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় মঙ্গলঘট স্থাপন, ৬ ঘটিকার সময় শ্রীমদ্ভগবত ও গীতা আলোচনা করেন রাজনগর এর অর্পন দাস। রাত সাড়ে আট ঘটিকায় দরিদ্র অসহায় মানুষদের মধ্য শীত বস্ত্র বিতরণ। রাত ৯ ঘটিকার সময় লীলা কীর্ত্তনের শুভ অধিবাস পরিচালনা করেন বালাগঞ্জ এর রতিশ চন্দ্র দাস। যঞ্জ পরিচালনা করেন দীলগ্রাম আশ্রমের সেবায়িত, ও শ্রী দ্বীজ হরিদাস বৈঞ্চব।

২রা জানুয়ারি (১৬ পৌষ) ব্রাহ্মমুহুর্ত থেকে লীলা কীর্ত্তন পরিবেশন করেন – শ্রীযুক্ত রতিশ চন্দ্র দাস (বালাগঞ্জ, সিলেট), শ্রীযুক্তা সুভদ্রা দাস মণ্ডল (কলিকাতা, ভারত), শ্রীযুক্ত অন্তর মোহন্ত (রাধাকুন্ড, ভারত), শ্রীযুক্ত চৈতন্য দাস উত্তম (মনিরামপুর, যশোর)। দুপুর থেকে গভীররাত পর্যন্ত চলে মহাপ্রসাদ বিতরণ।

৩রা জানুয়ারি শুক্রবার সকালে দধিভান্ড ভঞ্জন, কীর্ত্তন সমাপন ও মোহন্ত বিদায় ও মহাপ্রসাদ বিতরণ করা হয় ।

এদিকে গত ২ জানুয়ারি রাতে বালাগঞ্জ উজ্জীবন যুবসংঘের কীর্তন অনুষ্টানে সিলেট জেলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডঃ প্রদীপ ভট্রাচার্য্য, ৯০এর ছাত্র আন্দোলনের রাজপথ কাপানো সৈনিক তপন মিত্র, বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র বনিক, সাধারণ সম্পাদক শান্তি ব্রত চৌধুরী, ওসমানী নগর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি চয়ন পাল, পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিমাংশু দাস, বালাগঞ্জ সদর ইউপি চেয়ার ম্যান মোঃ আবদুল মুনিম, এডভোকেট সুশীল দাস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, জেলা বাসপসিলেট জেলা পুজা পরিষদের সদস্য রঙ্গেস কুমার দাস, বিএসকেএস এর সাংগঠনিক সম্পাদক প্রদীপ দেব, পূজা পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সিলেট জেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি ধনঞ্জয় দাস ধনু, সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিক, ঐক্য পরিষদ নেতা শংকর দেব, লিটন পাল, সিলেট জেলা ছাত্রযুব ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক বিভাস চক্রবর্তী রনি, ওসমানীনগর উপজেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহৃি, সহ সভাপতি রুপক দেব, বালাগঞ্জ ছাত্রযুব ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অমল দাস, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি তুহিন মনসুর, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সেক্রেটারি কাওছার আহমদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পৃথকভাবে কীর্ত্তন উপভোগ করেন।

মহোৎসবে আগত সকল গৌর ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উজ্জীবন যুব সংঘের সভাপতি লাল মোহন দাস নান্টু ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদার।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!