রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানাবিধ সমস্যা নিয়ে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত



শনিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ারের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশনেন – বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ মামুন আহমদ, ডাঃ তোফায়েল আহমদ, মেডিক্যাল অফিসার ( এমসিএইচ) ডাঃ হামিদা বেগম, বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ হারুনর রশীদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তুহিন মনসুর।

এছাড়াও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহীন, স্বাস্থ্য কর্মী আব্দুস সালাম আলাউর রহমান, যুবলীগের শান্ত লাল দাস, উপজেলা স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

হাসপাতালের লোকবল সংকট, ভবন, রাস্তাসহ নানাবিধ বিষয় নিযে আলোচনা হয়। ১৪ কোটি টাকা ব্যয়ে নতুন একটি ভবন নির্মানে স্বচ্ছতার ব্যপারে নির্মানকারী সংস্থা ও প্রতিষ্টানের সাথে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!