রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইব্রাহিমপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগে -

বালাগঞ্জের দেওয়ান বাজারে ইব্রাহিমপুর ৩য় প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ইব্রাহিমপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগে ‘ইব্রাহিমপুর ৩য় প্রিমিয়ার লীগ ক্রিকেট ২০২০’র উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী ও এলএস ফুড’র স্বত্ত্বাধিকারী ইসলাম উদ্দিন। এছাড়া বিকালে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন – মেট্রোপলিটান ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী প্রক্টর এডভোকেট লোকমান আহমদ চৌধুরী, ফ্রান্স প্রবাসী সমাজকর্মী ফয়জুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাংস্কৃতিক সংগঠক আবুল খায়ের সুজন, ব্যবসায়ী আব্দুর রকিব, আব্দুল খালিক প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহিমপুর ক্রিকেট ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাজু, ক্লাব কর্মকর্তা সিরাজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ‘ইব্রাহিমপুর ৩য় প্রিমিয়ার লীগ ক্রিকেট ২০২০’র উদ্বোধনী খেলায় বেঙ্গল টাইগার্সকে ১৮ রানে হারিয়ে ইয়াং ফাইটার্স শুভ সূচনা করেছে। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জুনেদ আহমদ ও ইকবাল হোসেন। ধারাভাষ্য প্রদান করেন খালেদ আহমদ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!