রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট ইউকের নির্বাচন কমিশনের মতবিনিময় আগামী ১৭ ফেব্রুয়ারি



বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট ইউকের সাধারণ ট্রাস্টিদের সাথে নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভা আগামী ১৭ ফেব্রয়ারি (সোমবার) সন্ধ্যা ৬:০০ঘটিকায় পূর্ব লণ্ডনের মাইক্রো বিজনেস সেণ্টারে অনুষ্ঠিত হবে।

কমিশনের সাথে আলাপকালে জানা যায়, মতবিনিময় সভায় নির্বাচনের তফসিল ঘোষণাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হবে। তাই কমিশনের নেতৃবৃন্দ ট্রাস্টের সকল ট্রাস্টিদের এই মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরুধ করেছেন।

উল্লেখ্য, বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট ইউকের নির্বাচনকে সামনে রেখে ট্রাস্টের নির্বাচন কমিশনের এক বিশেষ বৈঠক সম্প্রতি পূর্ব লণ্ডনের আল মিকাত ট্রাভেলস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারপারসন ইশতিয়াক হোসেন দুদু, সেক্রেটারি মিজানুর রহমান মিরু ও ট্রেজারার শেখ বজলুর রহমানের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ ফেব্রয়ারি (সোমবার) ট্রাস্টের সাধারণ ট্রাস্টিদের সাথে র্নিবাচন কমিশনের মতবিনিময়ের এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!