ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০২০ – ২০২১ সালের জন্য দুই বছর মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে। ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দীর্ঘ আলোচনার পর আগামী দুই বছেরের জন্য পূর্ণাঙ্গ এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের পূর্বে সংগঠনের আহ্বায়ক ফেরদৌস করিম আখনজীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেইনের পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সের জ্যেষ্ঠ সাংবাদিক ফ্রান্স বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক নওয়াজ খান। এসময় আরো বক্তব্য রাখেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির।
আলোচনা সভার দ্বিতীয় পর্বে সকলের সম্মিলিত আলোচনার পর সংগঠনের আহ্বায়ক ফেরদৌস করিম আখনজি কমিটি ঘোষণা করেন। মোহনা টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি সামসুল ইসলামকে সভাপতি, এনটিভি ফ্রান্স ব্যুরো চীফ নয়ন মামুনকে সাধারণ সম্পাদক, জিটিভি প্যারিস প্রতিনিধি মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও ডিবিসি টেলিভিশন ফ্রান্স প্রতিনিধি মোঃ রেজাউল করিমকে কোষাধ্যক্ষ করে ঘোষিত ১৯ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন –
জ্যেষ্ঠ সহসভাপতি – সুরমা মেইল পত্রিকার সম্পাদক আজিজুর রহমান, সহসভাপতি – ফ্রান্স দর্পণের নিউজ এডিটর মোঃ নজমুল কবির। যুগ্ম সাধারণ সম্পাদক – প্রভাতের ডাক পত্রিকার ফ্রান্স প্রতিনিধি জাকির হোসেইন, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল ও ইন্টারন্যাশনাল টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি সেলিম চৌধুরী।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইউরো বাংলা২৪ নিউজ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মাছুম, দপ্তর সম্পাদক বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সোহেল, ক্রীড়া সম্পাদক টি বি এন২৪ ফ্রান্স প্রতিনিধি মাজহারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক দৈনিক সফল বার্তা ফ্রান্স প্রতিনিধি গোলাম মোস্তফা, সাংস্কৃতিক সম্পাদক সাপ্তাহিক কালধারা ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক নবকণ্ঠ প্যারিস প্রতিনিধি জামিল আবেদ, প্রচার সম্পাদক ইউরো বাংলা টেলিভিশন ফ্রান্স প্রতিনিধি ও ফ্রান্স বাংলা নিউজ ডটকমের সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন।
নির্বাহী সদস্য – ফ্রান্স দর্পণের নির্বাহী সম্পাদক ও নিউজ ২৪ টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখনজী, সাংবাদিক ওমর ফারুক ও মাসিক মুকুলের ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আজিজ।
উপদেষ্টা – জ্যেষ্ঠ সাংবাদিক ইউরো বার্তা সম্পাদক ফারুক নওয়াজ খান, ইউরো বার্তা নির্বাহী সম্পাদক নিয়াজুদ্দিন চৌধুরী হীরা ও যমুনা টেলিভিশন ফ্রান্স প্রতিনিধি আবু তাহির।