প্রবাসী গহরপুর মাদ্রাসাবাজার উন্নয়ন সমিতি ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক, শিওরখাল ওয়ান কমিউনিটির ভাইস-চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী লণ্ডন প্রবাসী মো. আরজু মিয়ার উদ্যোগে শনিবার (০৭ মার্চ) তাঁহার নিজ বাড়ী শিওরখালে এক মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলের এ অনুষ্ঠানে এলাকার তরুণ-প্রবীণ লোকদের স্বতঃস্ফুূর্ত অংশগ্রহণ অনেকটা মিলনমেলায় রূপ নিয়েছিল। অনুষ্ঠানে দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যসচিব আব্দুল কাদির খসরু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মনোহর খান, বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা খালেদ আহমদ, প্রধান শিক্ষক জামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী বাহরাম খান, মিজানুর রহমান সেলিম, মতাহির আলী খসরু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থসম্পাদক এসএম হেলাল, সাবেক ইউপি মেম্বার নেছাওর আলী, মাওলানা আজমান আলী, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির সদস্য আতিকুর রহমান, হেলিম উল্লাহ, সাবেক সদস্য তজমুল আলী মহরির, বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিব, শিক্ষক মিজানুর রহমান পংখি, সমাজসেবী আছলাম খান।
মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন – ময়নুল ইসলাম ছালেহ, আবরু মিয়া, মুজিবুর রহমান, মতাহির আলী, তোফায়েল আহমদ সুহেল, ফখরুল ইসলাম, আব্দুল্লাহ রহমান, রজব আলী, আব্দুল বারি, দিলু মিয়া, শিক্ষক শুভ লস্কর, শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়ছুল আলম
কয়েছ, শ্রমিক নেতা জামানুর রহমান জামান, যুব নেতা নুরুল ইসলাম, আবদুস শহীদ খান, আতিকুল ইসলাম, এনামুল হক মখদ্দছ, মাশুকুর রহমান, আফজল খান, সিতাব আলী, শামীম আহমদ, বদরুল ইসলাম জাকির, আব্দুল কামিল, আলমগীর আলী, আসকির আলী, হেলাল আহমদ, আবু বক্কর জাকারিয়া, রাজু মিয়া প্রমুখ।



