মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বালাগঞ্জের কিশোরীর মৃত্যু



সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে জ্বর,সর্দি ও কাশি নিয়ে ভর্তি হওয়া ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টা ৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে তাকে বালাগঞ্জ থেকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এই কিশোরীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: হিমাংশু লাল রায় জানান, সে স্বাভাবিকভাবেই মারা গেছে। দাফন-কাফনের জন্য তাকে পরিবারের জিম্মায় প্রদান করা হবে।

তবে সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন, জীবিত অবস্থায় ওই কিশোরীর থ্রট সোয়াব সংগ্রহ করা হয়েছে। এটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

প্রসঙ্গত, এর আগে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে কোয়ারান্টাইনে থাকা এক যুক্তরাজ্য প্রবাসী মহিলার মৃত্যু হয়। তবে, কোভিড-১৯ পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন