লাখো মানুষের উপস্থিতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা মাঠে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হেফাজতে ইসলামের নবনিযুক্ত আমির জুনায়েদ বাবুনগরীর মামা মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী।
আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেন। তার জানাজায় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ যোগ দেন।