দক্ষিণ সুরমার চন্ডিপুলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৯। ওই সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে র্যাব ৫২৫৫ পিস ইয়াবা উদ্ধার করে ও তাদের গ্রেপ্তার করে।
আজ শুক্রবার র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ব্যাটালিয়নসদর (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র্যাব-৯), মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন আঃ সামাদ চত্তর চন্ডিরপুল ঢাকা-সিলেট হাইওয়ে রোডের পাশে ফুলকলির সামনে অভিযান পরিচালনা করে।
এসময় মোগলাবাজার গোটাটিকর এলাকার মৃত মছদ্দর আলীর পুত্র পারবান হোসেন ও জকিগঞ্জের মছদ্দর আলীর পুত্র তোতা মিয়াকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ২’শ ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।