শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় মৃত্যু ১০, আক্রান্ত ১৮৮



সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে এবং গত ২৪ ঘন্টায় আরও ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে ।

আজ শুক্রবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত হওয়া ১৮৮ জনের মধ্যে সিলেট জেলার ১১৯ জন, সুনামগঞ্জের ১৪ জন, হবিগঞ্জের ২৭ জন এবং মৌলভীবাজার জেলার ২৮ জন।

এ নিয়ে বিভাগে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ২২৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ৩২ হাজার ২৬৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৫১ জন, হবিগঞ্জে ৬ হাজার ২৬৬ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৬৪৪ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৩৮৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে সিলেট জেলার ২৫৯ জন, সুনামগঞ্জের ১৫ জন, হবিগঞ্জ ১১ জন, মৌলভীবাজার জেলার ৯৯ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৪২ হাজার ৫৮৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৬৭৭ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৬৫৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৫৬ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৯০২ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মারা যাওয়া ১০ জনের মধ্যে সিলেট জেলার ৮ জন, সুনামগঞ্জ জেলার ২ জন। এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৪৯ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭০ জন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!