শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আজিজপুর বাজারে ইসলামী ব্যাংকের ‘এজেণ্ট ব্যাংকিং’-এর উদ্বোধন



বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারস্থ নিউ মার্কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র এজেণ্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেণ্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেণ্ট শিকদার মো. শিহাবুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান।

এজেণ্ট ব্যাংকিংর অফিসার আব্দুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রফিউল্লাহ, ইউপি সদস্য ফজির আলী, আল-ফালাহ একাডেমি দাখিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মুহাম্মদ মিজানুর রহমান, সমাজকর্মী খলকু মিয়া, দৌলত মিয়া এবিন, খন্দকার রেজুয়ান আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক শামীম আহমদ, অন-লাইন পত্রিকা বালাগঞ্জ নিউজ২৪ ডট কমের প্রকাশক মো. আব্দুর রহমান, নাবিল হায়দার চৌধুরী, এজেণ্ট ব্যাংকিং শাখার এজেণ্ট এহতেশামুল হক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুনেদ আহমদ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!