বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশালের রায়মনি এলাকায় প্রাইভেটকার খাদে, নিহত ২



ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রায়মনি এলাকায় প্রাইভেটকার খাদে পড়ে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ২ জনের একজন হচ্ছেন পুলিশের এএসআই ও অপরজন তার শ্যালক। সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই আমিনুল (৩৫) ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় কর্মরত ছিলেন। তার নিহত শ্যালক জাহিদুল ইসলাম (২৬) এর বাড়ি ভালুকা উপজেলায়।

ত্রিশাল থানার ওসি আজিজুল হক জানান, এএসআই আমিনুল এবং তার শ্যালক প্রাইভেটকারে করে ভালুকা যাচ্ছিলেন। প্রাইভেটকারটি ত্রিশালের রায়মনি এলাকায়  পৌঁছলে ব্রিজের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু  হয়। পুলিশের ধারণা জাহিদুল গাড়ি চালাচ্ছিলেন।

পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!