বিশ্ব জাকের পার্টি সিলেট বিভাগের সভাপতি ও এম এস সাওার এন্ড মমতাজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং মেসাস এম এ সাওার এন্ড কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব আলী হাসান শাহিনের ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবারও ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর, উত্তর ইসলামপুর, ছত্তিশ, পিঠাইটিকর, বাগমারা, রেলকলনী, মলিকপুর, সুলতানপুর ও পূর্বযুধিষ্টিপুরের আংশিক এলাকায় হতদরিদ্র ৩০০ পরিবারের কাছে ইফতারে খাবার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাউল, ২কেজি চানা, ২কেজি পিয়াজ, ৩কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি লবণ, ১লিটার তৈল, ১টা মিষ্টি লাউ ও ১টা সাবান।