বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি আননূর মহিলা মাদ্রাসার উন্নয়নে সৌদিস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক এবং রেজওয়ান আলী কয়েছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী রেজওয়ান আলী কয়েছ পৃথক ভাবে ২লাখ টাকা অনুদান প্রদান করেছেন। সম্প্রতি তাদের এ অনুদানের টাকায় মাদ্রাসার সংস্কার সম্পন্ন হয়েছে।
এদিকে চাম্পারকান্দি আননূর মহিলা মাদ্রাসার উন্নয়নে ২লাখ টাকা অনুদান প্রদানের জন্য সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী রেজওয়ান আলী কয়েছ’র প্রতি মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান এক বিবৃতিতে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তাদের সুস্থতা এবং দীর্ঘজীবন কামনা করেছেন।