প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির উদ্যোগে ১ হাজার ৩শ পরিবারকে খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) এ খাদ্য সহায়তা হস্তান্তর করা হয় মাহে রমজান ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে উপজেলার ঘরে থাকা কর্মহীন, অসহায় শ্রমজীবী ও দুস্থ মানুষের জন্য।
খাদ্য সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোস্তাকুর রহমান মফুর, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইনুল হক চৌধুরী, প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ সমিতির মশিউর রহমান মসনু, ফারুক আহমদ, আবুল কালাম মিছলু, ওসামানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুন্দয় পালসহ সংগঠনের নেতৃবৃন্দ।