মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

দেশে করোনায় আক্রান্ত ১১ হাজার ১২০ জন রোগী নতুন জীবন পেলেন



দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনসহ এ পর্যন্ত ১১ হাজার ১২০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এই সময়ে সর্বোচ্চ ২ হাজার ৯১১ জন শনাক্ত ও ৩৭ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৫২ হাজার ৪৪৫ জন এবং মারা গেলেন ৭০৯ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৭ জন। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৪ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ ও মৃত্যুর হার ১.৩৫ শতাংশ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন