শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা হাসপাতালের দুই কর্মচারী করোনা আক্রান্ত 



বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও দুই কর্মচারী করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন। গত মঙ্গলবার (২৩ জুন) রাতে এ রিপোর্ট প্রকাশ হয়েছে। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পজেটিভ শনাক্ত দু’জনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস। তাদের উভয়ের বয়স আনুমানিক ৩০। তাঁরা সুস্থ আছেন। এর আগে চলতি মাসের প্রথম দিকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও দুই জন কর্মচারী করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে একজন অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর এবং একজন এমএলএসএস। বর্তমানে তাঁরা প্রায় সেরে উঠেছেন। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!