শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪২ : শনাক্ত ২৭৪৪, সুস্থ ১৮০৫



গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ হাজার ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় ৪২ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৫৪ জনের। মোট মারা গেছেন ২ হাজার ৭৫১ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।  এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি নমুনা।

দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!