আজ বুধবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৫৪ জনের। মোট মারা গেছেন ২ হাজার ৭৫১ জন।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি নমুনা।
দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।