মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইল সংঘর্ষ : নিহত ১, আহত ১



ফেঞ্চুগঞ্জের মির্জাপুর গ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শহীদুল ইসলাম স্বপন (৫০) নামের শাহজালাল সারকারখানার ইলেকট্রিক্যাল বিভাগে কর্মরত সরকারি চাকুরীজীবী।

আজ রোববার ( ২ আগষ্ট ) দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকায় মির্জাপুর কবরস্থানের সামনে মেীলভীবাজার হতে সিলেটগামী বাসের ( মেীলভীবাজার জ-০৫-০০০২ ) সাথে বিপরীত দিক হতে আসা মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হোন তিনি।

নিহত শহীদুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপর মোটরবাইক আরোহীকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসাপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক বাসের চালক পলাতক থাকলেও বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কলামিস্ট এফ এইচ ফারহানের বলেন- কচুয়াবহর- মির্জাপুর এলাকায় গাড়ি চাপায় মৃত্যুর ঘটনা আমাদের দৈনন্দিন সংস্কৃতিতে পরিণত হয়েছে। আর কত প্রাণ হারাতে হবে আমরা কেউই জানি না। মৃত্যৃকূপ চিহ্নিত এই এলাকায় সুনির্দিষ্ট স্পটে জেব্রাক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি দীর্ঘদিনের। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে আমাদের এই অসহায়ত্বের দিকে আলোকপাত করবেন বা আমাদের মৃত্যুগুলোকে গণনাভুক্ত করবেন, সে বিষয়ে আমি অবগত নই। জনপ্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, আপনারা অতিসত্ত্বর আমাদের জীবনরক্ষার দাবিটিকে আমলে নিন। গাড়ি চালকদের নিয়ন্ত্রনহীন গতির সামনে আমরা জীবন হারাতে রাজি নই।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন