এদিকে টিনসেট ঘরের নির্মাণ কাজ শেষে আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার শিক্ষা ও সাহিত্য সম্পাদক, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, উপজেলার নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুইজ মাজু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বিশিষ্ট মুরুব্বি মাষ্টার লিয়াকত আলী, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।