মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৬ : শনাক্ত ২২৬৫, সুস্থ ২৯৫২



দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৬ জন। এ নিয়ে দেশে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হলো।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৯০৭ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি নমুনা। আগের দিন ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি নমুনা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন