দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ডা. মাহমুদ আলী মাস্টার ফ্যামিলি ফাউণ্ডেশনের পক্ষ থেকে স্থানীয় হাসামপুর পুরাতন জামে মসজিদের উন্নয়নে ৫০হাজার টাকা এবং স্থানীয় একটি সড়কের উন্নয়নে আরও ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা, স্থানীয় বাদেশপুর (সরকারবাড়ি) গ্রামের আমেরিকা প্রবাসী সমাজকর্মী উবায়দুর রহমান মাছুম এবং তাদের পরিবারের উদ্যোগে গত শুক্রবার (১৩ আগস্ট) এ অনুদান প্রদান করা হয়।
অনুদান হস্তান্তর করেন ডা. মাহমদু আলী মাস্টার ফ্যামিলি ফাউণ্ডেশনের অন্যতম উপদেষ্টা ডা. মাহবুব আলম, আনোয়ার আলী, হাসামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও সাবেক ইউপি সদস্য শাহজাহান আহমদ প্রমুখ।
উল্লেখ : দক্ষিণ সুরমার জালালপুর বাজারের এক সময়ের স্বনামখ্যাত চিকিৎসক, ওসমানীনগর উপজেলার দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, প্রবীণ মুরুব্বি ডা. মাহমুদ আলী মাস্টার ২০১৬ সালে আমেরিকায় মৃত্যুবরণ করেন। জালালপুর ইউনিয়নের বাদেশপুর (সরকারবাড়ি) গ্রামের কৃতিসন্তান সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত ডা. মাহমুদ আলী মাস্টার স্মরণে তাঁর পরিবারের পক্ষ থেকে চলতি বছর এ ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। ইতোমধ্যে এ ফাউণ্ডেশনের পক্ষ থেকে স্থানীয় অস্বচ্ছল, সুবিধাবঞ্চিতদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।