বালাগঞ্জে পৃথক অনুষ্ঠানে ইতালির নেপোলি বিএনপির সাধারণ সম্পাদক এম. সুলেমান বেগকে বিদায় সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী এবং দুস্থদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গত বুধবার (২৬এপ্রিল) বিকালে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে পৃথক অনুষ্ঠানে ঈদপুনর্মিলনী এবং দুস্থদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা আব্দুল বারী।উপজেলার পূর্ব গৌরীপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যানের বাড়িতে বিএনপি নেতা সাইফুল ইসলাম সেফুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, বিএনপি নেতা আব্দুর রশিদ, সাহিদুল হক সুহেল, শেখ সুহেল আহমদ বকুল প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত ইতালির নেপোলি বিএনপির সাধারণ সম্পাদক এম. সুলেমান বেগ, উপজেলা যুবদল নেতা আজমুল হোসেন, ছাত্রদল নেতা নোমান আহমদ লস্কর, হাসান আহমদসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ বক্তৃতা করেন।