বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামে এলাকার ৪৫টি স্বল্প আয়ের পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব খালেরমুখ বাজারের সাবেক সভাপতি ও ফ্রান্স প্রবাসী জামালপুর গ্রামের ওয়েছ আজিজুর রহমানের অর্থায়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন তার বড় ভাই ব্যাংকার আব্দুস ছালাম ফয়েজ।
এ সময় ইফতার সামগ্রী প্রাপ্ত উপস্থিত ব্যক্তিবর্গ মহান আল্লাহ্পাকের শুকরিয়া আদায় করেন এবং দাতা ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।