অত্র সংগঠনের সভাপতি শামীম আহমেদ এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জবরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বৈরুত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আনছার আলী, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মন্নান, কোষাধ্যক্ষ জামিল আহমেদ, ধর্ম সম্পাদক সুলতান আহমেদ শিপু, দপ্তর সম্পাদক জিয়াযুল ইসলাম, মহিলা সম্পাদিকা রাহানা আক্তার হেনা সহ সিনিয়র উপদেষ্টাবৃন্দ এবং কেন্দ্রীয় ও প্রত্যেক শাখা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ধর্ম সম্পাদক সুলতান আহমেদ শিপু’র পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যথাক্রমে – সিনিয়র উপদেষ্টা শাহ মনিরুল ইসলাম, সঈফ উদ্দিন আনোয়ার, আব্দুস শুক্কুর, ফজলু মিয়া, ধর্ম সম্পাদক সুলতান আহমেদ শিপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লেবানন শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম মজুমদার, শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল করিম, ইসলামি সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল মতিন সহ প্রমুখ।
সমাপনী বক্তব্যে সভাপতি শামীম আহমেদ উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সুপরামর্শ দেয়ার আহবান জানান।
সংগঠনের সিনিয়র উপদেষ্টা হাফেজ আরজু মিয়া’র পরিচালনায় ইফতারের আগ মূহুর্তে সংগঠনের সিলেটবাসী, বাংলাদেশী সকল প্রবাসী সহ বিশ্ব উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।